কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ।এটা নিঃসন্দেহে আমাদের অনেক জটিল কাজকে সহজ করে দিয়েছে।কেউ কেউ আছেন যারা কম্পিউটার ছাড়া একদিনও চলতে পারবেন না আর এটাই আমাদের আধুনিক জেনারেশনের বাস্তবতা।প্রত্যেকদিন আমাদের বিভিন্ন রকম কাজকর্ম করতে হয়।কেউ আছেন প্রফেশনাল ব্লগার,কেউবা ফ্রিলান্সার,কেউবা ওয়েবসাইট ডিজাইন এর কাজ করেন আবার কেউবা প্রফেশনাল গেমার।এর মানে যারা কম্পিউটার ব্যাবহার করেন তাদের এসব কাজকর্মের ফলে কম্পিউটার স্লো হয়ে যাওয়াটা অনেক স্বাভাবিক ব্যাপার।কিন্তু কিছু নিয়ম ফলো করলে আমাদের কম্পিউটারকে আমরা করে নিতে পারি নতুন কেনা পিসির মত সচল।আমি যা লেখছি তা যদি পুরোপুরি ফলো করতে পারেন তাহলে আপনার পিসি হয়ে উঠবে আপনার আগের সেই সচল পিসির মত।সো এখানেই মূল টিউন শুরু করলাম।
১।উইন্ডোজ সেটআপ দেওয়াঃমাইক্রোসফট বাজারে বিভিন্ন রকম উইন্ডোজ এনেছে।এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-
*উইন্ডোজ ৮/৮.১*উইন্ডোজ ৭
*উইন্ডোজ এক্সপি
*উইন্ডোজ ৯৮
*উইন্ডোজ ৯৫
এছাড়াও ম্যাক,লিনাক্সের মত নামিদামি অপারেটিং সিস্টেম তো আছেই।আমার সবদিক থেকে বিবেচনা করলে উইন্ডোজ ৮.১ চালিয়ে যে মজা পেয়েছি তা আর কোনটাতে পাইনি।কারো হয়তো অন্যটা পছন্দ।কারণ কার্যক্ষমতার দিক থেকে বিবেচনা করলে সিরিয়ালের নিচেরগুলো অনেক বেশি ফাস্ট।আমার মতে যারা হাই কনফিগারেসন পিসি ইউজ করেন তাদের জন্য উইন্ডোজ ৮.১/৮/৭ ভালো হবে।আর যারা লো কনফিগারেসন পিসি ইউজ করেন তাদের জন্য উইন্ডোজ ৭ কিংবা এক্সপি বেষ্ট হবে।আর উইন্ডোজ ইন্সটল এর পরে সর্বপ্রথম আপনার করনীয় হচ্ছে মাদারবোর্ডের ড্রাইভার ইন্সটল করা।উইন্ডোজ ৭/৮ এ অবশ্য ড্রাইভার সেটআপ দেয়ার সময়ই ইন্সটল হয়ে যায়।তাই আর আলাদা ড্রাইভার ইন্সটল করার প্রয়োজন হয় না।
২।যে সফটওয়্যার গুলো সেটআপের পরেই ইন্সটল করা বাধ্যতামূলকঃকিছু সফটওয়্যার আছে যেগুলো ছাড়া আমাদের পিসি অচল।তাই এগুলো সেটআপের পরেই ইন্সটল দিন।এরকম কিছু সফটওয়্যারের নাম নিচে দিলাম-
Rar,Zip,Iso ফাইল খোলা:
*Winrar(rar,zip,iso ফাইল খোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে বেশি ইউজড সফটওয়্যার)
মালটিমিডিয়া প্লেয়ার:
*VLC Media Player
*KM Player/Pot Player
ব্রাউজিং:
*গুগল ক্রোম/মোজিলা(মোজিলার চেয়ে গুগল ক্রোম অনেক বেশি ফাস্ট।তবে অনেকের কাছেই মোজিলা বেশি ভালো লাগে।যার যার পার্সোনাল মতামত)
ডাউনলোড হেল্পারঃ
*ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (আমাদের ডাউনলোডের নিত্যসঙ্গী)
*utorrent/Vuze(টরেন্ট ডাউনলোড যাদের নিত্যসঙ্গী)
ইবুক ও পিডিএফ ফাইল খোলাঃ
*Adobe/Foxit Reader(যারা ইবুক পরেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার।এ দুটার মধ্যে Foxit Reader আমাদের ব্যাবহার করা উচিত।কারণ এটা হার্ডডিস্কে কম জায়গা নেয় এবং Adobe Reader এর চেয়ে তুলনামুলকভাবে অনেক বেশি ফাস্ট)
*মাইক্রোসফট অফিস(যাদের নিয়মিত টাইপিং করতে হয়)
বাংলা টাইপিং:
*অভ্র/বিজয়(যার যেটা ভালো লাগে সেটা ইউজ করুন।অযথা দুইটা ইন্সটল করে কম্পিউটারে আবর্জনা বাড়ানোর কোন প্রয়োজন নেই)
ভিডিও কনভার্টারঃ
*Iwisoft/Xillisoft Video Converter(এর মধ্যে আমি iwisoft কে বেশি পছন্দ করি।কারণ এটি সম্পূর্ণ ফ্রি।তবে যারা হাই কনফিগারেশনের পিসি ইউজ করেন তাদের জন্য Xillisoft টা অনেক ভালো কাজ করবে।)
ফটো এডিটিং:
*Adobe Photoshop/Photoscape(দুইটাই ভালো।তবে আমি Photoscape কেই প্রেফার করি।কারণ এটি ফটোশপের চেয়ে অনেক কম জায়গা নেয়।তবে কারো যদি ফটোশপ ছাড়া না চলে সেক্ষেত্রে আমি ফটোশপের পোর্টেবল ভার্শন ব্যাবহার করতে বলব।)
*Adobe Flash Player
*Adobe Shockwave Player
*Java
*DirectX
৩।এন্টিভাইরাস ব্যাবহার করাঃএত বেশি এন্টিভাইরাস কোম্পানি আছে যে আমরা চিন্তায় পরে যাই যে কোন এন্টিভাইরাসটা ব্যাবহার করবো।তবে এটা নিয়ে এত মাথা না ঘামানোই ভালো।কারণ সব এন্টিভাইরাস কোম্পানিই ভাইরাস প্রতিরোধের জন্যই তাদের এন্টিভাইরাস বের করেছে বাজারে।হাই কনফিগারেশনের পিসির জন্য Bitdefender নাহলে Kaspersky বেষ্ট হবে।আর লো কনফিগারেশনের পিসির জন্য আপনি Avira কিংবা Avast এর ফ্রি হোম এডিশন এন্টিভাইরাসটি ব্যাবহার করতে পারেন।আর আলাদা এন্টিভাইরাস চালাতে না চালালে আপনি Advanced System Care এর Ultimate ভার্শনটি চালাতে পারেন।এটা নিয়ে আমি বিস্তারিত পরের টপিকেই লিখেছি।
8।Utility সফটওয়্যার ব্যাবহার করাঃবাজারে বিভিন্ন রকম ইউটিলিটি সফটওয়্যার আছে যেগুলো কম্পিউটার অনেক ফাস্ট করতে সক্ষম।এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-
*Advanced System Optimizer
*Advanced System Care
*Auslogics Boostspeed
এগুলোর মধ্যে আমার প্রিয় হচ্ছে Auslogics Boostspeed।অন্যগুলোও পিসি অনেক ফাস্ট করে তবে এটা যেরকম ফাস্ট করতে পারে তা মনে হয়না বাজারের অন্য কোন সফটওয়্যার পারে।আমি নিজে ৫-৬ বছর ধরে কম্পিউটার চালাই এবং প্রায় সব ইউটিলিটি সফটওয়্যারই আমার ব্যাবহার করা শেষ।তবে এটার পারফরমেন্সে আমি অনেক বেশি মুগ্ধ।এককথায় জটিল একটা সফটওয়্যার।তবে আপনি যদি আলাদা এন্টিভাইরাসের ধকল পোহাতে না চান তাহলে আপনি Advanced System Care এর Ultimate ভার্শন ব্যাবহার করতে পারেন।কারণ এ সফটওয়্যারটি Bitdefender Antivirus এর Built-ইন ইঞ্জিন ব্যাবহার করেছে।তাই আলাদা কোন এন্টিভাইরাসের একদমই কোন প্রয়োজন হবে না।আর এটিতে আরো অনেকগুলো ইউনিক ফিচার আছে।

Comments
Post a Comment